কীর্ত্তিপুর ইউনিয়নে মাজারের সংখ্যা ০১টি। মাজার্টির নাম- গোবিন্দপুর ক্ষুদিপীরের মাজার। অত্র মাজারটিতে প্রতিবছর একটি বড় ধরনের অনুষ্ঠান পালন হয়। এখানকার অনুষ্ঠানটি প্রায় ০৩-০৪ দিন প্রর্যন্ত স্থায়ী হয়। অনুষ্টানটিতে ২০-৩০ হাজার লোকের সমাগম হয়। এসময় অনুষ্ঠানটি মেলার আকার ধারন করে। নওগাঁ জেলার বিভিন্ন প্রান্ত থেকে এখানকার মাজারে লোক আসেন। হাস, মুরগি খাসি বিভিন্ন ধরনের পশুপাখি নিয়ে মানুষ আসেন। মানুষজন মাজারের কাছ এসকল সমর্পন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস