Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
কীর্তিপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়, নওগাঁ সদর, নওগাঁ।
বিস্তারিত

পরিচিতঃঐতিহাসিক পাহাড়পুর পুরাকীর্ত্তির জেলা নওগাঁ এর সন্নিকটে নওগাঁ সদর উপজেলার উত্তর পার্শ্বে বরেন্দ্র অঞ্চলে এই কীর্ত্তিপুর ইউনিয়ন অবস্থিত। এলাকায় শিল্পে উন্নত না হলেও শাক-সব্জি এবং ধান উৎপাদনে প্রসিদ্ধ এই ইউনিয়ন। এখানে একটি অত্যাধুনিক অটোমেটিক চাউল কল রয়েছে যেখানে প্রতিদিন ২০০০ মণ ধান হতে চাউল উৎপাদন করতে পারে।

১)ইউনিয়নের নামঃ ২নং কীর্ত্তিপুর ইউনিয়ন পরিষদ

২) আয়তন- ১২ বর্গমাইল।

৩) সীমানা- উত্তরে নওগাঁ জেলার বদলগাছী উপজেলার বালুভরা ইউনিয়ন, দক্ষিণে বক্তারপুর ইউনিয়ন, পূর্বে বক্তারপুর ও বালুভরা ইউনিয়ন , পশ্চিমে বষাইল ও বালুভরা ইউনিয়ন।

৪) গ্রামের সংখ্যা- ২৯টি, মৌজা সংখ্যা-২৯টি

৫) মোট সংখ্যা- ২১৮৮৩ জন ( জন্ম নিবন্ধন অনুযায়ী)

৬) গ্রাম ভিত্তিক লোকসংখ্যা নিম্নরুপঃ-

কীর্ত্তিপুর-২৯২৬ জন, সেরপুর-৪৯০ জন, কোঁচগাড়ী-১৪২৭ জন, কামিদপুর-৩৬১ জন, পাইকপাড়া-১০২২ জন, কোলবাড়ি-১২৪ জন, গোবিন্দপুর-৮৮০ জন, শালুকান-৯১০ জন, বনমালীপুর-৩২৬ জন,মাধাইনগর-৮০০ জন, বেনীফতেপুর-১১১৫ জন, আলেদাদপুর-৮৪৯ জন, কুজাপাড়া- ৭৫০ জন, দাসকান্দি-১৪৬৫ জন, সালেবাজ-৫৭৩ জন, খামার আতিথা-৪১২ জন, বুজরুক আতিথা-১৫০৮ জন, হরিরামপুর-৫৭৬ জন,মাগুড়া-১৪৫০ জন, জোকাকান্দর-২২০ জন, আতিথা-৯৪৫ জন, জালম-৪১৭ জন, জাগেশ্বর-৫০৪,জন, তেঁতুলিয়া-৮৩৭ জন, চোঁয়ারপুর-৪৩৭ জন, বাঘাই-১৯২ জন, বেজাহার-২৩৮ জন, ছোটকেশবপুর-১০৯ জন।

৭) হাট-বাজারের সংখ্যা-০২টি

৮)পাকা রাস্তা-১৮ কিলোমিটার

৯)পাকা ড্রেনের সংখ্যা-৭০টি,

১০) খাস পুকুরের সংখ্যা-২টি

১১) মন্দিরের সংখ্যা-০৮টি

১২) মাজারের সংখ্যা-৩টি

১৩) কমিউনিটি ক্লিনিক-২টি

১৪)স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র-১টি।

১৫)তপসিলভুক্ত ব্যাংক-১টি।

১৬) বিদ্যুতায়িত গ্রামের সংখ্য-১৭ টি

১৭)মাধ্যমিক বিদ্যালয়-১টি, বেসরকারী কলেজ-১টি, সরকারী প্রাথমিক বিদ্যালয়-৮টি, বেসরকারী প্রাথমিক বিদ্যালয়-১টি, কিন্ডার গার্টেন স্কুল-২টি,মাদ্রাসা-৩টি, এতিমখানা-১টি,

১৮) শিক্ষার হার-৬৮%

১৯) স্যানিটেশনের হার-৮৪%

২০) যোগাযোগ ব্যবস্থা- পাকা রাস্তা, আধাপাকা রাস্তা ও কাঁচা রাস্তা, নওগাঁ জেলা সদর হতে পাকা রাস্তার যোগাযোগ।

২১) অটোমেটিক চাউল কল -০১টি।

২২) ইটভাটা-০৩টি।